দেওয়ানী কার্যবিধি - ৫

প্রশ্ন ১ : দেওয়ানী মামলায় কোনটি পরীক্ষা রক্ষনী?
(ক) বাদী বিবাদীর দত্তক পুত্র মর্মে ঘোষণা
(খ) বাদী বিবাদীর পালক পিতা মর্মে ঘোষণা
(গ) বিবাদী বাদীর দত্তক পুত্র নয় মর্মে ঘোষণা।
(ঘ) ক+খ+গ

প্রশ্ন ২ : সকল দেওয়ানী কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রী গন্য হবে -
(ক) যোগ্য সাক্ষী
(খ) নিশ্চিত সাক্ষী
(গ) অযোগ্য সাক্ষী
(ঘ) সংশ্লিষ্ট সাক্ষী।

প্রশ্ন ৩ : দেওয়ানী আপীলর মেমোতে কোনএকটি হেতু উল্লেখ না করলে শুনানী কালে তা উত্থাপন করা যাবে শুধুমাত্র-
(ক) হাইকোর্টের অনুমতি সাপেক্ষে
(খ) সরকারী কৌসলীর অনুমতি সাপেক্ষে
(গ) আপীল আদালতের অনুমতি সাপেক্ষে
(ঘ) বিচারিক আদালতের অনুমতি সাপেক্ষে।

প্রশ্ন ৪ : আপোষ মূলক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়-
(ক) রিভিশনে
(খ) আপীলে
(গ) রিভিউ - এ
(ঘ) রেফারেন্সে

প্রশ্ন ৫ : একজন সহকারী জজের কোন ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করা যবে-
(ক) আপীল বিভাগে
(খ) হাইকোর্ট বিভাগে
(গ) জেলা জজ আদালতে
(ঘ) দায়রা জজ আদালতে।

উত্তর : ১ (ঘ) ২ (ক) ৩ (গ) ৪ (ক) ৫ (খ)                                                

Comments