দেওয়ানী কার্যবিধি ৮



প্রশ্ন ১ : কোন মামলায় আদালত চুড়ান্ত শুনানির পূর্বে যে কোন এক পক্ষের প্রার্থনায় খরচসহ সময় প্রদান করতে পারে অনধিক-
(ক) ৩ বার 
(খ) ৫ বার
(গ) ৬ বার
(ঘ) ১২ বার। 

প্রশ্ন ২ : মোকদ্দমার জন্য বিবাদী লিখিত জবাব দাখিল করবে সমন জারির তারিখ হতে-
(ক) ৯০ কার্য দিবসের মধ্যে
(খ) ৬০ কার্য দিবসের মধ্যে
(গ) ৩০ কার্য দিবসের মধ্যে
(ঘ) ১২০ কার্য দিবসের মধ্যে। 

প্রশ্ন ৩ : পারস্পরিক দায় (set off) করা যাবে যদি কৃত অর্থের পরিমান - 
(ক) অনির্ধারিত হয় 
(খ) অনির্দিষ্ট হয় 
(গ) সুনির্দিষ্ট হয় 
(ঘ) বাদীর দাবির অর্ধেক হয়। 

প্রশ্ন ৪ : অর্থ আদায়ের মামলায় কোন পক্ষ set off  দাবী করতে পারে? 
(ক) বিবাদী
(খ) বাদী 
(গ) সাক্ষী
(ঘ) ক+খ
উত্তর : ১ (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ক)                                               

Comments