দেওয়ানী কার্যবিধি-৭


প্রশ্ন ১ : প্রত্যেকটি মামলা দাখিল করতে হবে-
(ক) আদি স্তরের আদালতে 
(খ) সর্ব নিম্ন স্তরের আদালতে 
(গ) সমমান স্তরের আদালতে 
(ঘ) সর্বোচ্চ স্তরের আদালতে। 

প্রশ্ন ২ : ডিক্রির অন্তর্ভুক্ত মর্মে গণ্য হবে -
(ক) আরজি প্রত্যাখ্যানের  আদেশ
(খ) আরজি ফেরতের আদেশ
(গ) আরজি গ্রহণের আদেশ
(ঘ) অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ। 

প্রশ্ন ৩ : বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা- 
(ক) ফেরত দেয়া হবে
(খ) ডিক্রি হবে
(গ) প্রত্যাখ্যান হবে
(ঘ) খারিজ হবে।  

প্রশ্ন ৪ : কোন মামলায় আদালত রায়ের পূর্বে গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করতে পারে?
(ক) নিষেধাজ্ঞার মামলায় 
(খ) বাটোয়ারা মামলায় 
(গ) অর্থের মামলায়
(ঘ) ফোরক্লোজারের মামলায়। 

প্রশ্ন ৫ : প্রাথমিক ডিক্রি প্রাপ্তির পর কোনপক্ষ  চুড়ান্ত ডিক্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারে-
(ক) যে কোন সময়
(খ) ৬ বছরের মধ্যে
(গ) ১২ বছরের মধ্যে
(ঘ) ৫ বছরের মধ্যে। 
উত্তর : ১ (খ) ২ (ক) ৩ (ঘ) ৪ (গ) ৫ (ক)                                                            

Comments