দেওয়ানী কার্যবিধি-৯

প্রশ্ন ১ : দেওয়ানী কার্যবিধি অনুসারে প্লিডিংস অর্থ কি?
(ক) আরজি বা জবাব
(খ) অভিযোগ
(গ) যুক্তিতর্ক
(ঘ) আরজি
উত্তর - ক
প্রশ্ন ২ : অ্যাডভোকেটের মাধ্যেমে দাখিলকৃত দেওয়ানী মামলার আরজিতে কার দস্তখত প্রয়োজন হবে?
(ক) অ্যাডভোকেটর
(খ) জবাবের বিষয় ওয়াকে বহাল ব্যক্তি
(গ) বিবাদী
(ঘ) যে কোন ব্যক্তি
উত্তর : খ
প্রশ্ন ৩ : আরজি সংশোধন করা যাবে-
(ক) যে কোন পর্যায়ে
(খ) চুড়ান্ত শুনানীর আগে
(গ) ইস্যু গঠনের আগে
(ঘ) যুক্তিতর্কের পূর্বে
উত্তর :ক                                 

Comments