এম সি কিউ এর জন্য মূল বই এর কোন বিকল্প নেই -

প্রশ্ন ১ : যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময়ে লিখিত বর্ণনা দাখিল করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে মামলাটি -
(ক) ডিক্রি হবে
(খ) খারিজ হবে
(গ) একতরফা নিষ্পত্তি হবে
(ঘ) দোতরফা নিষ্পত্তি হবে।

প্রশ্ন ২ : আদি এখতিয়ার সম্পন্ন আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে  সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হতে পারে-
(ক) আপীল
(খ) রিভিউ
(গ) রিভিশন
(ঘ) রেফারেন্স

প্রশ্ন ৩ : আপীলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপীল দায়েরের পূর্বেই উক্ত ডিক্রি স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা যাবে?
(ক) আপীল আদালতে
(খ) ডিক্রি প্রচারকারী আদালতে
(গ) রিভিশন আদালতে
(ঘ) রিভিউ আদালতে

উত্তর :  ১ (গ) ২ (ক) ৩ (খ)                                        

Comments