এম সি কিউ দেওয়ানী কার্যবিধি

প্রশ্ন ১ : একটি অারজিতে সত্যাখ্যানে স্বাক্ষর করবে কে?
(ক) বিবাদীর অানজীবী
(খ) বাদী
(গ) বাদীর উকিল
(ঘ) একমাত্র বিবাদী।
প্রশ্ন ২ : প্লিডিংস অর্থ কি?
(ক) আরজি
(খ) আরজী ও লিখিত জবাব
(গ) লিখিত জবাব
(ঘ) যুক্তিতর্ক
প্রশ্ন ৩ : যদি কুরিয়ার সার্ভিস ৩০ দিনের মধ্যে সমন পাঠাতে ব্যর্থ হয়, তাহলে আদালত-
(ক) ২০০ টাকা জরিমানা করবে
(খ) ৩০০ টাকা জরিমানা করবে
(গ) ১০০০ টাকা জরিমানা করবে
(ঘ) তালিকা থেকে কুরিয়ারের নাম বাদ দিতে পারে।
প্রশ্ন ৪: মোকদ্দমা দায়ের করার তারিখ হতে কত কার্য দিবসের মধ্যে সমন জারি করতে হবে?
(ক) ১০ কার্য দিবস
(খ) ১৫ কার্য দিবস
(গ) ৫ কার্য দিবস
(ঘ) ৭ কার্য দিবস।
প্রশ্ন ৫: দেওয়ানী মোকদ্দমা স্হানান্তরের আবেদন করতে হয় কত ধারা অনুযায়ী?
(ক) ১৪ ধারা
(খ) ২৪ ধারা
(গ) ১৫ ধারা
(ঘ) ২৫ ধারা।

Comments