এম সি কিউ দেওয়ানী কার্যবিধি- ০২



১) প্রশ্ন ১ ঃ দেওয়ানী কার্যবিধিতে ধারা র‍য়েছে কতটি ?
(ক) ১৫৫ টি
(খ) ১৫৮ টি
(গ) ১৬০ টি
(ঘ) ১৫৩ টি ।

প্রশ্ন ২ ঃ সর্ব প্রথম সিভিল কোড সংক্রান্ত পদ্দতিগত আইন কোডিফাইড হয় ?
(ক) ১৮৬৩ সালে
(খ) ১৯৫৯ সালে
(গ) ১৮৫৯ সালে
(ঘ) ১৮৭৮ সালে ।

প্রশ্ন ৩ ঃ নিম্নের কোন আদেশটি ডিক্রি হিসাবে গণ্য হবে?
(ক) আরজি ফেরতের আদেশ 
(খ) আরজি প্রত্যাখ্যানের আদেশ
(গ) আরজি সংশোধনের আদেশ
(ঘ) আদালতের যে কোন আদেশ ।

প্রশ্ন ৪ ঃ দেওয়ানী কর্যবিধি কি ধরনের আইন ?
(ক) পদ্দতিগত আইন 
(খ) মূল আইন 
(গ) সাধারন আইন 
(ঘ) প্রতিকারমূলক আইন ।


প্রশ্ন ৫ ঃ দেওয়ানী কর্যবিধিতে আদেশর সংখ্যা কতটি?
(ক) ৫৩ টি 
(খ) ৫১  টি
(গ) ৫২ টি
(ঘ) ৫৪ টি । 









Comments