প্রশ্ন ১ : দেওয়ানী আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ-
(ক) ১ বছর
(খ) ২ বছর
(গ) ১২ বছর
(ঘ) ৬ বছর।
প্রশ্ন ২ : ডিক্রি দারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জিরী কার্যক্রম শুরু হতে পারে, যদি ডিক্রিটি হয়-
(ক) অর্থের
(খ) অগ্রক্রয়ের
(গ) বন্টনের
(ঘ) বন্ধকের
প্রশ্ন ৩ : জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না-
(ক) ৭ বছর পর
(খ) ১২ বছর পর
(গ) ৬ বছর পর
(ঘ) ৫ বছর পর।
প্রশ্ন ৪ : অনধিক ৫০ টাকার ডিক্রি জারীতে একজন ব্যক্তিকে আটক রাখা যাবে -
(ক) ৩ সাপ্তাহ
(খ) ২ সাপ্তাহ
(গ) ৫ সাপ্তাহ
(ঘ) ৬ সাপ্তাহ।
প্রশ্ন ৫ : একটি আদালত খরচার উপর সুদ প্রদান করতে পারে বার্ষিক অনধিক-
(ক) ৬% হরে
(খ) ৫% হারে
(গ) ৭% হারে
(ঘ) ১২% হারে।
উত্তর : ১ (ঘ) ২ (ক) ৩ (খ) ৪ (ঘ) ৫ (ক)
Comments
Post a Comment