- Get link
- X
- Other Apps
প্রধানমন্ত্রীর কোন আত্মীয় স্বজন নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি।
একনাগাড়ে তৃতীয়বারের মতো সরকার দেশ পরিচালনা করার জন্য শপথ নিতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।
প্রধানমন্ত্রীসহ ৪৭ জনের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলন। এঁদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও তিনজন উপমন্ত্রী হবেন। টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হবেন তিনজন।
গোপালগঞ্জ-২ থেকে নির্বাচিত শেখ ফজলুল করিম সেলিম তৃতীয় বারের মতো মন্ত্রিত্ব থাকে বঞ্চিত হলেন। মন্ত্রীসভায় স্থান পাননি
প্রসঙ্গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে বিপুল ভোটে জয় পায়। এর মধ্যে ২৫৯টি আসন পায় আওয়ামী লীগ।আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে।
প্রধানমন্ত্রীর পরিবারের ৯ সদস্যের কেউই মন্ত্রীসভায় নেই।
প্রধানমন্ত্রীর পরিবারের ৯ সদস্যের কেউই মন্ত্রীসভায় নেই।তারা হলেন- ঢাকা-১০ শেখ ফজলে নূর তাপস, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী লিটন, বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ, বাগেরহাট-২ শেখ সারহান নাসের তন্ময় ও খুলনা-২ শেখ সালাউদ্দিন জুয়েল।
তবে নতুন মন্ত্রিসভায় স্থান পাননি প্রধানমন্ত্রীর কোন আত্মীয় স্বজন এবং পরিবারের কোন সদস্য।
মন্ত্রীসভায় স্থান পাননি প্রধানমন্ত্রীর পরিবারের ৯ সদস্যের কেউই। তারা হলেন- ঢাকা-১০ শেখ ফজলে নূর তাপস, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী লিটন, বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ, বাগেরহাট-২ শেখ সারহান নাসের তন্ময় ও খুলনা-২ শেখ সালাউদ্দিন জুয়েল।
প্রধানমন্ত্রীর বেয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গতবার মন্ত্রিসভায় ছিলেন। প্রথম দফায় তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন। দ্বিতীয় মেয়াদে, তাকে সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এবার মন্ত্রিসভায় তাকে বাদ দেয়াটাকে অনেকে বলছেন অবিশ্বাস্য।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment