General knowledge MCQ
১. প্রশ্ন : ২০১৮ সালে অস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্র কোন টি?
উত্তর: - The Shape of Water
২. প্রশ্ন : ট্রাম্প-পুতিন বৈঠক কবে কোথায় হয়? - হেলসিংকি, ফিনল্যান্ডে - ১৬ জুলাই ২০১৮
৩.প্রশ্ন সম্প্রতি কে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন?উত্তর --- লুসি হল্ট
৪. প্রশ্ন : ফেরদৌসী প্রিয়ভাসীনি মারা যায় কবে?
উত্তর -- ৬ মার্চ ২০১৮।
৫. প্রশ্ন : বাংলাদেশ LDC থেকে উন্নয়নশীল দেশে
উর্ত্তীণ হয় কোন সালে?
উত্তর - ১৬ মার্চ ২০১৮।
৬.প্রশ্ন : সুখি দেশের তালিকায় বাংলাদেশ কত তম? উত্তর - ১১৫ তম, ১ম - ফিনল্যান্ড
৭. প্রশ্ন : বিশ্বে ইন্টারনেট সূচকে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর -- ৬২ তম।
৮. প্রশ্ন : সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কি?
উত্তর -- নেপাল।
৯. ইউনেস্কো ঘোষিত মোট বিশ্ব ঐতিহ্যের সংখ্যা কত?
উত্তর -- ১০৯২
১০. প্রশ্ন ২০১৮ সালে কোন ক্ষেত্রে নোবেল ঘোষণা হয়নি
উত্তর -- সাহিত্য।
১১. প্রশ্ন : ফার্স্টবয়দের দেশ ' বইটি লিখেছেন কে?
উত্তর -- অমর্ত্য সেন।
১২. প্রশ্ন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কত সালে কোথায় অনুষ্ঠিত হবে
উত্তাল - ২০২০ সালে, মালয়েশিয়া।
১৩. প্রশ্ন : গ্রিন বুক' বইটির লেখক কে?
উত্তর - কর্ণেল গাদ্দাফি।
১৪. থাম লুয়াং গুহা - থাইল্যান্ড এ। যেখানে একটি ফুটবল দল আটকা পরে।
১৫. প্রশ্ন: জাপান কোরিয়া দখল করে কত সালে?
উত্তর -- ১৯০৫ সালে। বঙ্গভঙ্গ - ১৯০৫ সালে।
১৬. প্রশ্ন : ইরানে ইসলামী বিপ্লব হয় কত সালে?
উত্তর - ১৯৭৯ সালে।
১৭. প্রশ্ন আফিম যুদ্ধ কোন দেশের মধ্যে?
উত্তর - চীন এবং যুক্তরাজ্যের মধ্যে।
১৮. ইদলিব, / খান শেখুইন, / দামেক্স,/ হোমস,/ আলেপ্পা এবং রাকা / গৌতা ও ডুমা অবস্থিত -- সিরিয়ায়।
১৯. প্রশ্ন : ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর - ৪ এপ্রিল ১৯৪৯। সদস্য - ২৯ টি, সর্বশেষ - মন্টিনিগ্রো।
২০. প্রশ্ন: শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোন টি?
উত্তর -- সোমালিয়া সবচেয়ে কম -- নিউজিল্যান্ড।
Comments
Post a Comment