BJSC & BCS Important MCQ


General knowledge

১. 2022 সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তর --বেজিং, চীন
২. SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি?
উত্তর --এলন মাস্ক
৩. গ্রিনপিসের সদর দপ্তর কোথায়?
উত্তর -- আমস্টারডাম, নেদারল্যান্ডস
৪. প্রথম আন্তর্জাতিক শান্তি সম্মেলন হয় কত সালে?
উত্তর -- ১৮৪৩ সালে, লন্ডনে
৫. আধুনিক অলিম্পিকের জনক  কে?
উত্তর -- ব্যারন পিয়েরে দ্য কুবার্তা
৬. The Lowland গ্রন্থের লেখক কে
উত্তর - ঝুম্পা লাহিড়ী
৭. পাঙন উপজাতি বাস করে কোথায়?
উত্তর  -- মৌলভীবাজার
৮. ECNEC এর বিকল্প চেয়ারম্যান কে?
উত্তর  -- অর্থমন্ত্রী
৯. OPEC এর সর্বশেষ সদস্য কে?
উত্তর  -- কঙ্গো প্রজাতন্ত্র, ২২ জুন ২০১৮।
১০. লাউস এর মুদ্রার নাম কি
উত্তর -- কিপ
১১. অপারেশন জ্যাকপট এর নির্মাতা কে?
উত্তর -  গিয়াসুদ্দিন সেলিম।
১২. জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের বিরুদ্ধে ভেটো দিয়েছিল কোন দেশ?
উত্তর -- চীন
১৩. বাংলাদেশের প্রত্নতত্ত্ব জাদুঘর কোথায়?
উত্তর -- ময়নামতি
১৪. বাংলাদেশের Smart Card তৈরি হয় কোথায়? উত্তর  --ফ্রান্স
১৫. কাঁকন বিবি কে "বীর প্রতীক" উপাধি দেয়া হয় কত সালে? -- উঃ১৯৯৬। তিনি -- খাঁসিয়া সম্প্রদায়ের। মারা যান
-- ২১এ মার্চ।

Comments